আমি ছিলাম -
শব্দ হীন, স্বপ্ন হীন, সুর-ছন্দ হীন, সঙ্গী হীন
তুমি এলে,
এক আকাশ রংধনু নিয়ে, বাতাসে সুর-ছন্দ নিয়ে,
দু'চোখে স্বপ্ন সীমাহীন
আমি পারিনি সে-সব ধরে রাখতে প্রিয়
ক্ষমা করে দিও!
ছিলে অচেনা, ধীরে হলে জানা,
হলো বোঝা-শোনা, অপেক্ষার অবসান হলো
দুজনার দুটি পথ, কোনো এক মোড়ে এসে
এক পথে মিশে গেলো
দিলে অনেক আশা, বোবা মনে ভাষা,
হৃদয় উজাড়ী প্রেম - ভালোবাসা
পারিনি তার মূল্য দিতে প্রিয়
ক্ষমা করে দিও!
জানি আজ আমি তোমার অপরাধী
তোমাকে ছেড়ে, তোমাকেই বাঁধি
ভালো থেকো তুমি, আমাকে হীনা
বাঁধা দেবোনা যদিও করো ঘৃণা
আমি যে অসহায়, জানি বুঝবে না
আমার এ মাজবুরি পারো তো বুঝে নিয়
ক্ষমা করে দিও!