কি পারিনি বলো -----
সাতটা সাগর,  পাহাড়- নদী -
গড়েছি তপ্ত বুকে ---
রাত কাটিয়েছি তন্দ্রা বিহনে-
প্রহর গুনেছি একাকী
স্বপ্ন জড়িয়ে চোঁখে ।
কি পারিনি বলো --------
সবুজে - নীলেতে মিলেছে যেখানে
তাকিয়ে থেকেছি,
দৃষ্টি কেড়েছে রক্তিম লাল
গোধূলি দেখেছি ।
গোধূলি আর তার --
শেষে যত ছায়া,
রাত্রি আর তার শেষে যত মায়া --
আবারও দিনের আলো,
তারও ফের শেষ,  ---
তবুও তোমারই থেকেছি
তোমারই থেকেছি -------।
পারিনি শুধু বোঝাতে অশ্রু
পারিনি নিজেকে বোঝাতে আমি --
প্রেমহীন এই  পৃথিবীতে
কতটা ছিলেম দামি,,
ক্ষমা কোরো তুমি ---
ক্ষমা কোরো তুমি ----।।