আমরা সবাই কবি, কম-বেশি
সবাই লিখতে পারি
কেউ হ য ব র ল কেউ বা আবার জগাখিচুরি।
যা-ই লিখিনা কেন, নেই দাঁড়ি কমা
কিংবা বানান ভুলের ব্যবহার---
লিখলেই "কবি" হবো ফেসবুক দিলো
আমাদের সেই অধিকার ।
কারো লেখা ভীষণ উন্নত বিস্ময় জাগে মনে
কারো লেখা এতটাই জটিল
কিছুই বুঝিনা মানে।
কারো বা লেখা অতি সাধারণ, অর্থের জোর খুবই
দামি প্রচ্ছদে বই প্রকাশি রাতারাতি বনে যান কবি।
কোনো কোনো লেখায় নজরুলের ধাচ্,
কোনোটায়  জসিমউদদীনের লেখার গন্ধ
স্রষ্টার দেয়া মেধা রয়েছে তাদের--
ভাগ্যের দ্বার বন্ধ।
আমি "সুপ্রিয়া" শ্রদ্ধার চোখে সবার লেখা দেখি
মনে যা আসে না বুঝে শুনে ছন্দ মিলিয়ে লিখি,
ভালোবেসে কেউ বাহবা দিলে উৎসাহে ভরে বুক
"কবি" বলে আমারে ডাকলে কেউ --
লজ্জাতে ঢাকি মুখ।
তথাপি সবারে বলি হাত জোড়ে
লিখে যাও নিজের মত,
সকলের লেখায় উন্নত হউক প্রিয় বাংলা সাহিত্য ।