ভাবছি "কবিতাগুলো" বিক্রি করে দেবো
নেবে তুমি ভাই?
সে না হয় নেবো
কিন্তু তুমি যে বলো,
"কবিতা" তোমার প্রাণের মতো!
জীবন বাঁচানো যেথায় মূখ্য বিষয়
কবিতা,গান সেথা অবাঞ্ছিত ।
বলো, নেবে কি আমার কবিতাগুচ্ছ
ভেবোনা এ সামান্য অতি তুচ্ছ !
তবে বলোতো শুনি,
কি আছে কবিতা মাঝে...?
সুর-ছন্দ, আশা-ভালোবাসা, সুখ- স্বপ্ন, কান্না-হাসা,
আছে রাত, ক্লান্ত দুপুর, আমার সকাল-সাঁঝে
আচ্ছা নেবো, দাম কত চাও বলো ?
অর্থের মূল্যে দেবোনা কবিতা আমি
জানো' তো, এ মোর প্রাণের চেয়ে দামি
বলতে আঁখি হয় যে ছলোছলো
তবে কি দেবো মূল্য ভাই ?
দিতে যদি চাও কবিতা'র মূল্যে
একটি চাকুরী চাই...!
কিছু প্রিয় মুখের হাসি ফোটাবো তাই..
আমার সবটুকু হাসি আজ
তোমায় দিয়ে যাই..!!