কোথায় পাবো অবারিত --
এমন সবুজ মায়া....?
কোথায় পাবো, স্নিগ্ধ শীতল
আম- কাঁঠাল, বটের ছায়া...?
কোথায় পাবো, পাল তোলা নাও---
মাঝির কন্ঠে ভাটিয়ালি...
কোথায় পাবো, ঝিলে ফোটা
শাপলা - পদ্ম কলি...?
কোথায় পাবো, ভোরের শোভা----
দোয়েল, চড়ুই, শালিক....
কোথায় পাবো, পদ্মা- মেঘনায়
রুপোলী মাছের ঝিলিক....?
কোথায় পাবো, রাখালের বাঁশি --
মুখরিত ক্লান্ত দুপুর,
কোথায় পাবো, চাষীনির ঘরে
ঢেঁকির ধাপুর-ধুপুর ..?
কোথায় পাবো, এমন মধুর
বাংলা বর্ণের ভাষা..
কোথায় পাবো, শাড়ীর আঁচল
মায়ের ভালোবাসা...?
যেথায় পাবো, বিশুদ্ধ বাতাস--
ফুল- ফল, অশেষ,
সে তো আমার প্রিয় মাতা
সোনার বাংলাদেশ।।