কথোপকথন "
প্রিয়া, কেমন আছো তবে ?
-- জেনে বলো কি হবে  ?
তবু্ও জানতে ইচ্ছে জাগে !
-- ভালোই ছিলেম, তোমায় দেখার আগে
এখন কেমন প্রিয়া?
সব'ই এলোমেলো নিজেকে পাগল লাগে,
-- হা..হা..কবিনী তুমি, তবুও ব্যাকরণে ভুল খালি,
পাগল নয় গো, তুমি বিশুদ্ধ পাগলী !
আচ্ছা, অমন ডাকো কেনো দিনে-রাতে ?  
-- সত্যি বলো;ভালো লাগেনা কি তাতে ?
কি চাও পথিক, বলোনা সত্যি করে ?
-- আগে বলো; তুমি ফিরায়ে দেবেনা মোরে ?
আমি পুরনো, প্রাচীন মন্দির, বিধ্বস্ত হেথা সবি!
-- সেথা পেয়েছি শ্যাওলা ঢাকা,অপরুপ মূর্তি দেবী,
আমি দেবী নই, সরলা, অবলা, সামান্য !
পূজো দেবো আমি, হৃদয় উজাড়ী, এটুকু করো ধন্য
আহহঃ যথেষ্ট হয়েছে তোমার পাগলমি ছাড়ো,
-- কি'বা ক্ষতি বলো; যদি কাছে যাই আরও,
সাবধান হও, দূরেতেই রও, আমি যে সর্বনাশী !
-- শোনো বলি কানে, যাহা চায় প্রাণে
--- তবু্ও তোমায় ভালোবাসি।
এমনি করে তার সাথে রোজ, হয় যে আলাপন
অনুরাগ-অভিমানের খুনসুটিতে মিষ্টি জ্বালাতন।