জল তরঙ্গ, কেউটের নীল ফণা
ফণিমনসার ঝোপ,
তাহার আড়ালে - আড়ালে
ছোট্ট স্বপ্ন বোনা ।।
কিছুদূর ছুটে যাওয়া
দুঃখের সঙ্গী হওয়া,
নীলের অতলে ডুবি
সুখের স্বর্গ পাওয়া ।।
আবার হাঁটিতে গিয়ে
পেছনেতে ফিরে চেয়ে
অগ্নি দৃষ্টি বাণে --
নিঃশেষ হয়ে যাওয়া ।।
আকাশ নামিছে নীচে
ফেরা পথে হেঁটে যেতে
অলি সব পলাতক,
বুকেতে বজ্র হানা ।।
তবুও চলিছো তুমি
অভিমানে আনমনা,
মোর কোমল বক্ষ চিরে
টানিছ বজ্রখানা ।।