ঘুম কিনবো........!!!!
প্রেমের মূল্যে !
নিখাঁদ, নির্মল, নিষ্কলুষ কিছু প্রেম
অবশিষ্ট আছে বুকের লকারের গোপন বাক্সে,
যজ্ঞের ধনের মত রেখেছি, সংগোপনে সযতনে।
সর্বস্ব হারিয়ে ভিখারিনী আমি,
অনেক কষ্টে জমাকৃত সেই প্রেম আজ
নিলামে তুলবো...!
নিচ্ছিদ্র এক থলে ঘুমের মূল্যে।
আছো কেউ এমন এই ভবের বাজারে?
যে আমার অমূল্য প্রেমটুকু নিয়ে
আমায় কিছু ঘুম দিতে পারো...?
কত যুগ পেরিয়ে গেলো, স্বপ্ন দেখিনা,
ঘুমের মাঝেই স্বপ্নের বাস
ঘুম নেই তাই মনে মনে করি কেবল
কল্পনার চাষ।
মন বড় উত্ত্যক্ত আজ আমার উপর
চোখ দুটোতে সৃষ্টি হয়েছে সাহারার চর।
প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরের কাছে
আজ আমি প্রশ্ন বিদ্ধ.....!
কতদিন.. আর কতকাল মিথ্যে আশায়
তাদের আমি জিঁইয়ে রাখবো..?
ওরা ওদের প্রাপ্য অধিকারের জবাব চায়!
আমি নিশ্চুপ, এভাবে কি করে বাঁচা যায়..?
জানি, তোমাদের এই ঝলমলে শহরে
আমার প্রেম বড়ই প্রাচীন,
হাস্যকর পিতলের কলসীর মত।
"ঘুম" আমি পাবোনা এটাও জানি।
তবে না হয় একটু জহর দাও আমায়,
অভিমান, অভিযোগ সকল ভুলে
লুটাই চির নিদ্রায়______!!