অপ্রকাশ্য কষ্টের কিছু শব্দ সৃষ্টি হোক
যা দ্বারা খুব সহজেই পরিমাপ করা যাবে
কষ্টের গভীরতা, যন্ত্রণার তীব্রতা।
এমনটি হয়নি বলেই আজ আমিও অনুধাবন করতে পারিনা তোমার কষ্টের গভীরতা, আর তুমিও বোঝনা, আমার যন্ত্রণার তীব্রতা ।
আমরা কেবল অনুভূতি দিয়ে অনুভব করতে পারি, যা কেবল জটিলতাই বাড়ায়।
তোমাদের দুঃখ, সুখের সাথে বদলে যায়
মানানসই রঙ, সৎকারে সাদা পোশাক,
ভালোবাসায় লাল গোলাপ।
আমি কেবল এটাই বুঝি, চোখের জলের
কোনো রঙ হয়না, ভালোবাসার জন্য
কোনো বিশেষ ফুল লাগেনা !
হয়তো তোমরাই ঠিক, তোমাদের
সভ্য মিলনায়তনে, যেখানে সব অনন্য,
অথবা, আমি-ই হয়তো তোমাদের থেকে ভিন্ন
তোমাদের বিধিনিষেধ নিয়ম কানুনের মানদন্ডে
আমি নিতান্তই আনকোরা বা অশিক্ষিত।
সে-ই ভালো আমার জন্য বরাদ্দ হোক
শূন্য ঘরের কোণ, বিভীষিকাময়
আঁধারের সাথে হোক সন্ধি,
অভিশপ্ত এই চেহারা, এই আওয়াজ
না হোক আর উন্মুক্ত, ইস্তফা হোক আমার
সকল কবিতা, আবৃত্তি আর গান
তোমাদের এই দীক্ষিত শহরে আমার
পদচারণা বড়ই বেমানান ।