তুমি না হয় কল্পনাতেই থাকলে চিরকাল
স্নিগ্ধ ভোরের হিমেল হাওয়ার পরশ নেবো গায়
দু'চোখ বুঁজে ভাববো,
তোমার নিঃশ্বাস মেশা এ বায়
অনুভূতির ক্যানভাসে হাজার রঙে রাঙিয়ে নেবো
আমার সাঁঝ- সকাল।
নাই-বা হলো বৈশাখী দুপুরে তোমার হাতটি ধরে
ঝুম বৃষ্টিতে ভেজা, হঠাৎ বাজ পড়ার শব্দে
তোমার বুকে মুখ গোঁজা,
আমি বরং ঝুল বারান্দার গ্রীল ঘেষে দাঁড়াবো
দমকা হাওয়ায় বৃষ্টির ঝাপটা যখন
আমার মুখে এসে লাগবে, চোখ বুঁজে ভাববো-
এটা তোমার পাঠানো বারতা,সন্দেহ নেই
যা আমার উষ্ণ হৃদয় আদ্র করে দেবে নিমিষেই।
মেরুন রঙের আবির মাখা সন্ধ্যায়
না-ই বা থাকলে পাশে,
নীড়ে ফেরা পাখিদের থেকে জেনে নেবো-
তুমিও ভাবছো আমায় গভীর ভালোবেসে।
তোমায় সাথে নিয়ে জ্যোস্না যামিনী কাটাবো -
এ আমার চিরকালের সাধ তুমি জানো,
এ সাধও মোর থাক অপূরণ ক্ষতি হবেনা কোনো।
ছাঁদের এক কেণে বসে দেখবো,
চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা
জোনাক দেখে হাত বাড়াবো যবে
আলতো ছুঁয়ে জোনাক আমায় কবে-
তব প্রিয়তম বাহক করে পাঠালো আমারে
গান-কবিতা যা দিতে চাও ঢেলে দাও তার তরে
বলবো আমি, সেসব ভুলেছি আগেই
মোর দুনয়নের সবটুকু আলো
নিয়ে যাও যা লাগে।।