চলো --
আবার আমরা দুজন,অচেনা হয়ে যাই....
না তোমার প্রতি আমার কোনো --
অভিযোগ থাকবে,,
না আমার কাছে তোমার কোনো চাওয়া,,
দেয়ালের দু'পাশে দুজন রবো
একই পথে, একসাথে হবেনা আর যাওয়া।
থাকবো দু'জন পাশাপাশি --
ছিলাম আপন, হবো পড়শী..
দেখা হলে হঠাৎ,, পথের বাঁকে
আড়চোখে দেখবো,, দু'জন - দু'জনাকে,,
থমকে যাবে বুকের নিঃশ্বাস
"" তুমি আমার কেউ নয় ""---
তবু ধরাকে এটা করাবো বিশ্বাস ।
নিশুথ রাতে, ফেসবুকেতে
থাকবো দু'জন একই সাথে,
কথা হবেনা কভু,,  
আমায় নিয়ে তোমার লেখা
তোমার উৎসর্গে আমার কবিতা
বুঝবো দু'জন তবু..,...
জ্বলবে, জোনাক, জ্বলবে তারা -
জ্বলবে সবুজ বাতি
তারই সাথে জ্বলবো দু'জন
এটাই যে নিয়তি।