সাগরের ঢেউ, প্রতিক্ষণে আছড়ে পড়ে
সাগর তীরের বুকে
একটুখানি আশ্রয় পাবার আশায় কত কাকুতি
অথচ, বলতে পারেনা সে মুখে !
ঝড়-ঝঞ্ঝা, পারেনা রুখতে তারে ----
সব বাঁধা ভেঙে ক্লান্ত ঢেউ, তীরে ফেরে বারেবারে।
অবুঝ তীর, বোঝেনা ঢেউয়ের ব্যাথা,
বোঝেনা কিছুতেই ঢেউয়ের না বলা
অস্ফুট সে কথা।
তীর বলে-
ঢেউ, তুমি বড়ো তেঁতো, জল বিনা কিছু নাই
ঢেউ হেসে কয়
সাগর সেঁচে তাই, ঝিনুক- মুক্তো দিয়ে যাই !!
আমি বসে ভাবি -
আহা! আমিও বেচারি ঢেউয়ের মতোh
আমার কবিতা, আমার গান সব'ই নিখাঁদ ভালোবাসা কখনও বোঝেনি সে তো !