ফাগুনের শুকনো পাতার মত
জীবন থেকে খসে পড়া প্রতিটি মুহূর্ত সাক্ষী,
নির্ঝরে ঝরে যাওয়া বাদল ধারার মত
অশ্রু সিক্ত দুটি আঁখি সাক্ষী,
মধ্য রাতে দুঃস্বপ্নে আঁতকে উঠে বিছানা হাতড়ে প্রিয়জনের বুকে মুখ লুকাবার ব্যর্থ চেষ্টায়
শূন্য দুটি হাত সাক্ষী,
কুয়াশা ভোরে শিশির মাড়িয়ে একলা চলা
ক্লান্ত দুটি পা সাক্ষী,
এক এক করে আপনজন বিয়োগের ব্যথায় পাথর হয়ে যাওয়া এই হৃদয় সাক্ষী ---------
আমি নির্দোষ, নির্লোভ, নিষ্কলুষ, নিরহংকার, নিঃস্বার্থ, তারপরেও....
পুরোটা জীবনের সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে
কোন ঋণের মূল্য চুকাতে হলো আমাকেই,
আমি জানি না।
শুধু সহস্র প্রশ্নের ভীড় জমে আজ মনের কোণে,
জবাব মেলে না একটি প্রশ্নেরও.....!
কেন....?  কেন.....  কেন....?
তবে কি আমি কেবলই অযাচিত...  
আর আমার প্রশ্নেরাও....???