একদিকে আমি প্রতিকূল অবস্থায় বিমূঢ়
অন্যদিকে তোমার নেশায় হয়েছি চূর
তোমার থেকে দূরে যাওয়া নয় এ সম্ভব
আবার তোমার কাছে যাওয়াও অসম্ভব,
কি করবো কোথায় যাবো পাইনা কিছু ভেবে
কোথা থেকে আনবো সেই নিঠুর নসিব
যে নসিব তোমাকে আমার করে দেবে..!
তার চোখের একটু চাহুনি একটু অনুরাগ লাগি
কেন এতটা ছটফটানি কেন এ মন বিবাগী!
একটা মেসেজ একটু দেখা হলেই হৃদয় মাত্
এইটুকু পেতেই কত উচাটন সাক্ষী প্রতিটা রাত।
কিন্তু হায়!দয়া অনুকম্পা, অনুগ্রহে যার জীবন
তাঁর ভালোলাগা-ভালোবাসার কি'বা মূল্যায়ন,
যদি কভুও বা হৃদয় ভেঙে ঝরে আঁখি লোর
একাকী ভাবি নিঘুম জাগি যামিনী হয় ভোর
কাহারেও প্রকাশিলে কভু হৃদয়ে জ্বলা দীপ্তি
উপহাস আর অবহেলাই শুধু বিনিময়ে প্রাপ্তি,
কি ছিল কারণ এমন জনম ধরাধামে আসিবার
নিজেরেই নিজে ধিক্কার দেই এই ভেবে শতবার।