তোমারে চাহিয়া
বিরহ হৃদয়ে ঝরে
তোমারে দেখিতে
শত শতাব্দীর অপেক্ষা আঁখি নীড়ে
তোমারে পেতে
লক্ষ্য আশা'র কবর হলো বুকে
তুমি হীন আমি বেঁচে আছি
মরন সম অসুখে,
শরীরী তোমায় পাবো?
এ মোর ললাটে নাই
অশরীরী প্রেমে, মোর মন ফ্রেমে
তোমারে বেঁধেছি তাই।
চক্ষু মেলিলে লক্ষ্যযোজন
দূরে রহো প্রিয়তম
চক্ষু বুঁজিলে, জড়াও আমারে
মায়াবী লতিকা সম,
হারাবে তুমি-- আজ আর কভু
করিনা অমন ভয়
কবিতা হয়েছো তুমি যে আমার
সারাবিশ্ব মোর "তুমি" ময়।