আজি এ প্রভাতে---
তব দ্বারে প্রভু শুধু এ দয়া চাহি...
হৃদয়ে মম করো উন্নত -
আর তো কিছু নাহি।
হতে পারি যেনো প্রদ্বীপ শিখার মত
দিতে পারি যেনো আলোক সবারে
নিজেরে করিয়া ক্ষত।
ভালোবাসা না পেয়ে বুকের জমিন
হোক মোর মরুভূমি
সবার তরে ভালোবাসা বিলায়ে
শূন্য হবো আমি।
কিসমত আমার আজকে যা হোক
ভেঙে যেনো না পড়ি
সামনে রয়েছে জান্নাত সুখ
এ আশা নিয়েই যেনো মরি।
আমার কথা, আমার কাজে-
কষ্ট যেন কারো বুকে না বাজে,
মোর চির-বিদায় ক্ষনে,
অজান্তেই সবার আঁখি কোণে,
যেনো দু’ফোটা অশ্রু ঝরে যায় --
প্রার্থনা মোর কবুল করো
এ সজল মিনতি তব পায়।।