জীবন যেন ঠিক ঐ আকাশের'ই সামিল,
কখনও অমাবস্যা সম কালো মেঘ
কখনও চোখ ধাঁধানো রোদের ঝিলিক,
কখনও মেরুন, কখনও ফিঁকে ধূসর
আবার কখনও বা স্বচ্ছ প্রশান্ত নীল ।
আকাশের মত জীবনও রঙ পাল্টায়--
ক্ষণে- ক্ষণে, দিনে- দিনে, কারণে-অকারণে।
বৈচিত্র্যময় জীবনের ধাপগুলো পার হয়ে এসে
পাওয়া- না পাওয়ার হিসেবের ধূলি পড়া ডায়েরি-
সযত্নে খুলে দেখি, প্রায় সব পাতাই ঝরে গেছে
বাসি গোলাপের পাপড়ির মত।
হঠাৎই মনে হলো হেমন্ত যায়...যায়...
কত শতাব্দী কাশফুল দেখিনা, হায়..!
তৃষ্ণার্ত মন হু-হু করে ওঠে ....!
আমি আপ্রাণ ছুটছি.. হেমন্ত কে ধরতে,
কাশফুলের নরম ছোঁয়ার অমিয় অনুভূতির
আস্বাদন দু-চোখ বুঁজে গ্রহণ করতে ।
কিন্তু হায় ! সবই আজ আমার ধরা ছোঁয়ার বাইরে,
পৃথিবীর সব সৌন্দর্য, কাশবন বা হেমন্ত..
এভাবেই আমাকে চিরকাল এড়িয়ে যায় ---
ফাগুন, শরৎ, আর মন মাতানো বসন্ত !!