যদি কোনোদিন, পরন্ত বেলায়
হঠাৎ দেখা হয় দুজনায়
চিনবে কি মোরে, কোনো প্রশ্ন না করে,
এক পলকে নির্দিধায় ?
বুঝবে কি মোর না বলা কথা
যা লেখা রবে আঁখি পাতে,
মোর কন্ঠস্বর শুনিতে অধির
হবে কি উৎকন্ঠাতে !
আজকে তোমার হৃদয় কাননে
আমি-ই যুথি,কামিনী, মল্লিকা
অভিমান ভরে কভু যাই যদি ঝরে
কাল বুকে নেবে কি তুলে
মোর কপোলে দিয়ে রাজ টিকা ?
হৃদয় মম ভাবনা বিলাস
মন চায় লিখি কাব্য উপন্যাস,
কোনোকিছু লিখতে গেলেই তোমায় ভাবি
ভাবনা শেষে শূন্য বুকে কষ্ট ঢাকি
তুমি শুধু তুমি'ই থাকো দমে দমে
চোখের কোণে বেহিসেবী অশ্রু জমে,
অশ্রু না তো, ভালোবাসা হৃদয় জানে
একইভাবে যুগে যুগে কাছে টানে
বুকের ভেতর ঝর্ণা কেবল পাহাড় ভাঙে।
ঝর্ণাই তো ঝরছি সেই আদি থেকে
আমার কথা? পাহাড় জানে নদী জানে
ছিন্ন পালে নদী ভাসা নৌকো জানে,
আর কে জানে ? এই মন জানে কেন ঝরি
তোমায় পাবো,সেই আশাতেই সাগর গড়ি।।