জীবন যতই হোক নিষ্পেষিত
খর-পিপাসায় ওষ্ঠাগত
খুন হয় স্বপ্ন শত-শত,
কোথা হতে ফের নতুন আশা
সমুখে এসে হয় আগত।
সবকিছুতেই দ্বিধা-দ্বন্দ্ব
কেবল'ই বিতৃষ্ণা কেবলি মন্দ
তবুও প্রাণের খুউব গভীরে
টুংটাং বাজে গিটারের ছন্দ।
নেই জিত শুধু সবকিছুতে হার
মগজে কেবল চিন্তার পাহাড়
আলো খুঁজে ফিরি সবি তে আঁধার,
তারপরেও নয়ন তারায়
সহস্র আলো দোল খেয়ে যায়
সাদা-কালো মনে জানিনা কেমনে
রঙিন স্বপ্নে ভাষায় আমায়।
নেতিয়ে পড়া অনুভূতিগুলো
গায়ে মাখানো নিরাশার ধুলো
হাল ছেড়ে করে পরাজয় বরণ,
তবুও কি করে শিরায় শিরায়
চঞ্চল লোহু বিদ্যুৎ খেলে যায়
বুঝিনা জীবনের এ কোন ধরণ
ভালোলাগা আর ভালোবাসাদের
কখনও বুঝিবা হয়না মরণ।