জীবনের খুউব করে চাওয়া বিষয়গুলো
পাওয়া হয়ে ওঠেনি এখনও আজ অবধি,
চাওয়াগুলো কি দূর্লভ বা আকাশচুম্বী?
একটি সুখ পাখি, প্রতিনিয়ত খুঁজেছি যাকে
বয়ে চলা এই জীবন নদীর প্রতিটি বাঁকে।
যে কেবল স্বপ্নে আসে শুভ্র পালক ডানা মেলে
আমার চোখে চেয়ে মুচকি হাসে হেলে দুলে
কল্পনারই অসীম আকাশে সে ওড়ে আনন্দে,
কখনও এসে ঠাঁই নেয় আমার হৃদয় অলিন্দে,
সোনালী সূতোয় বাসা বাঁধে সে আপন মনে
উচ্ছ্বসিত আমি উঁকি দেয় গিয়ে খাঁচার কোণে
সুখ পাখি কোই..শূন্য খাঁচা ঝুলছে কেবল
আশাভরা মনের সকল আশা হয় যে বিফল,
ওই  তো পাখি শিষ দিয়ে যায় মন জানালায়
পিছু ছুটি আমি অধির হয়ে তার  ঠিকানায়,
সুখ পাখি বলে খুঁজে ফিরি পাহাড় অরণ্য
কুঁড়ে ঘরে বা অট্টালিকায় খুঁজি হয়ে হন্য।
মরিচিকা আর আলেয়ার আলো শুধুই ধোঁকা
ক্লান্ত এ মন সহসা ভাবে বনেছি বোকা।  
সুখ পাখি বলে নেই তো কিছুই এই ধরাতে
মিছে ছুটে মরি যার পিছু সবে দিনে রাতে,
যা কিছু আছে, যেটুকু পেয়েছি তাতেই অপার সুখ
এভাবে ভাবলে দূরীভূত হবে জীবনের সকল দুখ।