তোমার নিরবতা হত্যা করে
এমনি কত নিস্তব্ধ রজনী,
যেখানে আশ্রয় পেতো --
অনাহত স্বপ্ন, স্পন্দিত আশা
হৃদয়ের গহীনতম বিশ্বাস...!
চাতকের অভিমানে মেঘও বৃষ্টি হয়..
ফাগুনের অভিমানে ফুলেরা রঙ ছড়ায়,
তোমার অভিমানে আমি কেবল খন্ডিত হই-
আর হারিয়ে যাই, রাতের গভীরতায়....
যেখানে কেবল তোমারই বিচরণ..!!
তোমায় নিয়ে আমার ভাবনা সকল আহত
ভেবেছো আমি কিছু বুঝিনি ?
জেনে নাও, আমিও হতে পারি অভিমানী।
তোমার কবিতা আজ আর ---
দোলায় না এ মন, তোমার সুর-ছন্দে
জাগে না আর সেই শিহরণ...!
তবুও কেন এ লুকোচুরি, কেন এ নিরবতা?
তোমার সুখে উঠুক আবার চাঁদ,
ঝরুক আবার জোছনা,ভূবণ জুড়ে,
আমি না হয় রাতটাও বিলিয়ে দেবো--
তোমার তরে---!
শুধুই তোমার তরে...!