সাহারার জনশূন্য বালিয়াড়ির খাদে
আঁটকে যাওয়া কিছু ক্লান্তি....
জানুয়ারীর প্রচন্ড শীতে,
কাঁপা কাঁপা একটি রাত...
ফাগুণের বনে, অবলীলায় ঝরে পড়া-
পাতার মত, ঝরে যাওয়া কিছু স্মৃতি ।
ধূ-ধূ প্রান্তর, চারিদিকে ছড়িয়ে পড়া-
রুপালী আলোর ঝিলিক ।
চোখ ঝলসে উঠে, মরিচিকার আহ্বানে --
সেই সাথে হৃদয় নাচে...!
জ্বলন্ত সূর্য রশ্মি টিপ দেয় চাঁদ কপালে,
যেখানে হাজারটা চুম্বন স্থিরতা চেয়েছিল--
থেমেছিলো অনেক স্বপ্নে...!
শুধু আমিই থেমে নেই.....
থেমে নেই আমার সত্ত্বা
অন্তহীন আমার এ চলা ...!
দিন ও রাতের পার্থক্য এখানে ম্লান ।
আকাশ আমায় হাতছানি দেয়--
ঐ তো দিগন্তেই আমার সীমারেখা --
এসো প্রিয়া এবার হবে  দেখা....।
নতুন উদ্যোমে আবার আমি চলি...
শক্তি যোগাও ঐ  তো উদ্যান --
পা দু'টো কে বলি।
পথের পাশের কাঁটা-গুল্ম আমাকে ডাকে-
এসো প্রিয়া -- একটু নাও জিরিয়ে -
ঘর্মাক্ত - ক্লান্ত আমি, একটু থামি...
তারা আমাকে আপ্যায়ন জানায়
বিষাক্ত কাঁটা দিয়ে ..!
বিষের প্রচন্ডতায় অচেতন হই আমি--
আমার সত্ত্বা তবুও চলতে থাকে...
তৃষার্ত ও তপ্ত মরু'কে জল দেবে বলে
আকাশ মেঘের আয়োজন করে--
হঠাৎ যেনো প্রচন্ড ঝড়ে তছনছ চারিধার,
বোঝেনি এ মন এ যে বড়ই বোকা
এখানে সব'ই মরিচিকা, আর কেবলি ধোঁকা..!
অতঃপর অমানিশা নামে আমায় ঘিরে---
তথাপিও চলতে থাকি-- অনিশ্চয়তা,
অনাকাঙ্ক্ষিত মিথ্যে স্বপ্নের ভীড়ে.....
নিকষ আধাঁর আমার সঙ্গী হয়,
আর স্বাভাবিক ভাবেই ---
আঁধার কে সবাই এড়িয়ে চলে..।।