প্রতিটি রাত যায়------
কিছু সবুজ স্বপ্ন কে হনন,করে,
প্রতিটি ভোর আসে ------
কিছু শুভ্র আশার চাদর বুনে।
সেই আশাতেই উঠে দাঁড়াই,
আবার বাঁচার প্রয়াস নিয়ে ।
বদ্ধ কামরার কোণে যবে --------
একলা থাকি খুব নিরবে,
ভাবনাগুলো টিপ্পনী কাটে,
একাই দুখি তুই ভবের হাঁটে ।
জানালার ঐ শার্শি গলে --------
প্রভাকর এক চিলতে আলো জ্বেলে,
নিবিড় মায়ায় পরশ বুলায়-------
আমার আখি কপল চুমে যায়।
হিমেল হাওয়া ফিসফিসিয়ে ----------
কানে কানে যায় যে কয়ে-----
" আর কত রও আঁধার কোণে...
কষ্ট বুনে আপন মনে,
নিজের তরেই কি কেবল নিজের জীবন ?
এভাবে সুখি হয়েছে কবে ক'জন "?
হৃদয় মম পায় ভরসা ---------
দ্বার খুলে দেই তাই সহসা,
নিজেকে আমার হবে যে বুঝতে-----
রাজপথে নামি জীবন খুঁজতে ।
অবাক বিস্ময়ে দু-চোখ তাকায় ------
পথের পাশে ময়লা স্তুপে,
মাছি ভনভন ঝুটা খাবার,
পথ শিশুটি নির্দিধায় তা------
কুকুরের সাথে ভাগ করে খায় ।
জীর্ণ মাতা আহার যোগাতে------
পথে ঘোরে ভাঙা থালা হাতে,
পঙ্গু বাবার চিকিৎসার দায়-------
কিশোরী মেয়ে তার যৌবন বিকায় ।
এমনি চিত্র শত --- শত -------
হৃদয় মম করে বিক্ষত,
আমার দুঃখের যত অনুভূতি -------
এদের কাছে ক্ষুদ্র অতি ।।
[ ছলছল চোখে বলি--- "ওগো আল্লাহ্"
বেশ ভালো আছি--" আলহামদুলিল্লাহ"]