অপেক্ষার যন্ত্রণা,
তার কন্ঠের একটু আওয়াজ শোনার আকুলতা
তাকে এক পলক দেখতে দুটি চোখের তৃষ্ণা,
কাশফুলের ছোঁয়ার মত তার
একটু স্পর্শ পাবার ব্যকুলতা,
তার বিরহে কলিজায় তুষের অনলের মত
ধিকিধিকি দহনে দগ্ধ হওয়া।
না দিনের শান্তি,না রাতের আরাম..
ভালোবাসা এর'ই নাম...।
আসলে ভালোবাসা ঠিক সোনার মত
যত পুড়বে ততই হবে নিখাঁদ।
ভালোবাসা শুধু বন্ধুত্ব'ই নয়  
ভালোবাসায় বন্ধুত্ব থাকা জরুরী নিশ্চয়ই।
জবরদস্তিতে ভালোবাসা তার চৌম্বকত্ব হারায়,
ভালোবাসা মুক্ত বিহঙ্গ, সুতো কাটা ঘুড়ি,
বেপরোয়া পবন যাকে মুক্ত করে দিলে
অনুভবে পাওয়া যায়
প্রতিদিনের ছোট ছোট কথা কাজে
ভালোবাসা মিশে রয়।
হৃদয়ের গহীন জমিনে অতি যতনে
করতে হয় ভালোবাসার চাষ,..
অনেক তিতীক্ষার পরেই তা থেকে পাওয়া যায়
ভালোবাসার অমিয় নির্যাস।