আমি এমন প্রেমিক চাই না,যে জানবে না আমার বিষন্ন মনের খেয়াল,মন খারাপের নির্ঘুম রাতের আর্তনাদ।
এমন প্রেমিক চাই না,যে বুঝতে পারবে না আমার রাগ কিংবা অভিমান।
আমি এমন প্রেমিক চাই না,যে শুধু মুখে বলবে ভালোবাসি।
যাকে জোর করে মনে করাতে হবে আমি নামক মানুষ টা আছি।
আমি এমন টা চাই না,যার কাছে আমি শুধু থাকার জন্য থাকা।
আমি এমন তো চাই নি,যাকে ভালোবাসাই যেন তার কাছে আমার মস্ত অপরাধ।
আমি এমন তো চাই নি,ভালোবাসা নামক শব্দটি বদলে যাক অবহেলায়।
প্রিয় বাক্য বদলে যাক অপ্রিয় শব্দের ব্যবহারে।
এমন তো চাই নি,শুরুর আগেই শেষ হয়ে যাক জীবনের গতিপথ।
এমন প্রেমিক চাই নি,যার মনের আঙিনায় আমি নামক কোন অস্তিত্বই রাখতে পারি নি।
আমি তো এমন প্রেমিক চাই নি,যার জন্য বুকের গভীরে সীমাহীন অভিমান জমবে কিন্তু সে বুঝবে না সে অভিমানের ভাষা।
যে খুব সঙ্গোপনে এড়িয়ে যাবে তাকে নিয়ে রচিত কাব্য-কবিতা আর উপাখ্যানের ভাষা।
যার কাছে ভালোবাসা কেবলই একটি শব্দ,তাঁর সে গভীরতা পরিমাপের  সময়ই বা কোথায়...
আপন খেয়ালেই যে মত্ত সারাবেলা।
আমি তো এমন টা চাই না,যার কাছে সম্পর্ক কেবলই একটা নাম মাত্র।
সে তো আগাগোড়া পুরো টাই জানে,সে জানে তাঁর বিপরীত পাশের মানুষ টা যে বড্ড অসহায়।
ছেড়ে যাওয়ার ক্ষমতা  হারিয়েছে অনেক আগেই,ভালো না বেসে থাকতে পারার উপায় যে তাঁর নেই।
আমি এমন প্রেমিক চাই না,যার মনের জমিনে থাকবে না আমার নামে ভালোবাসার লিখিত দলিল।