নৈসর্গিক নিস্তব্ধ পরিবেশ,রাতের মধ্য প্রহর।
সমগ্র সৃষ্টি ঘুমের রাজ্যে বিভোর।
আমি নিঃসঙ্গ রাত, রাতের অতীন্দ্রিয় প্রহরী।


আমি ক্লান্ত, পরিশ্রান্ত এক দীর্ঘ যাত্রার অশ্বারোহী।
ছুটে যাই দিক বিদিক জনশূন্য মাঠ,বিস্তৃত প্রান্তর,ঝোপঝাড় ছাড়িয়ে,আমি সেই নিস্তব্ধ রাতের অশ্বারোহী।
আমি নিমগ্ন চিন্তায় শান্ত ভাবনায় ছুটে চলি, পেরিয়ে যাই পাহাড়,বিশাল আকাশ;
সমগ্র সৃষ্টি যখন নিরব নিস্তব্ধ।
আমি অশান্ত, আমি দুর্বার আমি চলি অনন্ত প্রবাহের দিকে।
আমার দুচোখ ক্লান্তিতে ভেঙে পরে,আমি বিশ্রাম চাই,চাই সুখ নিদ্রায় রাত্রি যাপন;
কিন্তু না আমি যে অশ্বারোহী নির্ঘুম রাতের প্রহরী।
আমি বিরতিহীন পেরিয়ে যাই মাঠ,সমুদ্র আর কষ্টের নীল পাহাড় তবুও আমি দুর্বার, আমি নির্ভয়,আমি অক্লান্ত।
ক্লান্তি আমাকে গ্রাস করতে চায়,মন আমাকে শক্তি যোগায়।
আমার শরীর ক্লান্ত হয়,কিন্তু আমি মনের শক্তিতে দিক বিদিক ছুয়ে যাই।
ঘন,কালো,নিরব নিস্তব্ধ রাত আমায় হাতছানি দিয়ে ডাকে,
কিছুটা পিছু হাটি,কিছুটা ভয় পাই কেঁপে উঠে অন্তর আত্মা;
তবু্ও মন আমাকে শক্তি জোগায়,
মন বলে,"দে ছুট,ছুটে চল।
মনের শক্তিতে আমি পেরিয়ে যাই শত সহস্র মাইল।