বয়ে বেড়াই এক আশ্চর্য বিষাদ
অসহ্য লাগে নদীর আঁকাবাঁকা জল,
রাতের তারার আকাশ রিক্ত মনে হয়
অন্ধকার ভবিষ্যতকেই মনে হয় সম্বল।


অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিক দেখে সবাই
মেনে নিয়েছে আজ সব পাপ অন্যায়,
তাই আরও বেশি বিষাদ নেমে আসে মনে
ডুবে যাই আমি পাপের এই বন্যায়।


বিষাক্ত ফুলের মতো আজ হয়েছে সবাই
ভুলে গেছে সব সোনালী দিন হতাশায়,
সোনালী সন্ধ্যায় এসেছে বিষাদের ছায়া
সেই ছায়াতেই সবাই আজ বেঁচে আছি হায়।