এক বৃষ্টির প্রতীক্ষা করি
মোঃ ফজলুল কবির পাভেল


এক বৃষ্টির প্রতীক্ষা করি
যে বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যাবে সব জঞ্জাল
বহু দিনের পাপ আর আবর্জনা
মুছে দিয়ে যাবে প্রিয়তমার চোখের জল।


এক বৃষ্টির প্রতীক্ষা করি
যে বৃষ্টিতে লেখায় ভরে যাবে কবির লেখা
উত্তেজিত হয়ে ভিজবে কিছু  স্বপ্ন দেখা মানুষ
নতুন সুরের বন্যায় ভেসে যাবে প্রাণ ।


এক বৃষ্টির প্রতীক্ষা করি
শান্ত শীতল করে তুলবে এই পৃথিবী
নতুন ফুল ফসলে ভরে উঠবে সব
সেই বৃষ্টির অপেক্ষায় দিন গুনি।