হারানো মেয়ের জন্য বৃষ্টি নামে
চলে গেছে যে একাত্তরে অন্য কোথাও
মুখখানি ভেসে উঠে আমার সামনে
তার কথা সবাই একটু শুনে যাও ।


হাসিখুশি  সুন্দরী কিশোরী ছিল সে
চোখে অনেক স্বপ্ন , ছিল ভালবাসা
সবকিছু এক ঝড়ে উড়ে গেল কোথাও
শেষ হয়ে গেল ছিল যতটুকু আশা।


বৃষ্টি নামলে তাই তার কথা মনে পড়ে
তার হাসির শব্দ যেন শুনতে পাই,
ভুলতে চেয়েছি বহুবার তার কথা
তবু মনে পড়ে আমার তার কথাই।