মরে গেছে ধানসিঁড়ি নদী
স্রোত আর সেখানে আসেনা
অভিমানে চলে গেছেন কবি
তাঁর অনবদ্য লেখা আর আসেনা।


ধীরে ধীরে মরে গেছে নদী
সেভাবেই মরে গেছেন কবি
কষ্ট সয়ে গেছে দিনের পর দিন
হারিয়েছে যা কিছু ছিল সবি ।


এভাবেই হারিয়ে যায় ভাল সবকিছু
সবাইকে চলে যেতে হয়,
নক্ষত্রেরও একদিন জ্বলতে জ্বলতে
মরে হারিয়ে যেতে হয়।