কোকিল মিষ্টি সুরে আর গান করেনা
বড় বেশি অভিমান তার গলায়,
নিষ্ঠুরতা আর পাপ দেখে আজ সে বড় ক্লান্ত
আজ তাই বেসুরে গান গায়।


বকুলের গন্ধে আজ ভরে উঠেনা মন
চারিদিকে বিষাদের কালো ছোবল ,
আকাশ ভেঙ্গে তাই আজ আর বৃষ্টি আসেনা
পৃথিবীর মানুষের মনে আজ হতাশার অনল।


প্রিয়তমা আজ আর কথা বলেনা
সবকিছু দেখে সেও আজ হয়ে গেছে অসহায় ,
সুখের বসন্ত চলে গেছে দূরে কোথাও
সবারই মন কেবলই করে হায় হায়।