রাতের বিষণ্ণ মেঘে
পথ হারিয়েছে আজ জাহাজের নাবিক,
উত্তাল সাগরে ভেসে যাচ্ছে উদ্দেশ্যহীনভাবে
অন্ধকারে হাতড়ে মরছে সঠিক দিক।


চারিদিকে ঘিরে ফেলেছে জল
ঘুম আসেনা শুধুই চাহনি অসহায়
কেটে যাচ্ছে শুধু ভয়ংকর সময়
অজান্তেই নেমে আসে নানা ভয়।


জাহাজ তবুও চলে অজানায়
আশায় থাকে একদিন দেখবে ঠিক কূল,
সব চিন্তা কষ্টের হবে অবসান
শুধরে নিবে পুরাতন সব ভুল।