#কবিতা
শুকনো পাতা ঝরার পরে


শুকনো পাতারা ঝরে যাচ্ছে
আসবে  উত্তুরে হাওয়া,
আবার আসবে নতুন পাতা
আসবে বসন্তের মাতাল হাওয়া।


শূন্যতা আজ দিকে দিকে
বসন্ত এলে  চারদিক হবে রঙিন ,
বার্ধক্য আর জরা সব দূর করে
আসবে আনন্দের উচ্ছল দিন।


তীব্র শীত আর ঘন কুয়াশা ভেদ করে
সূর্যের উজ্জ্বল আলো আসবে নতুন ,
চারদিক নতুন করে নতুন সাজে সাজবে
সবকিছু হবে প্রাণখোলা রঙিন ।