বৃষ্টির মোহনায় চোখ রাখে উদ্ভ্রান্ত পথিক
ঝুলে আসা তৃষার্ত ইন্দ্রে স্বস্তির পালক


কবে কে ছেড়েছে অতীত
জোস্নায় জমে ওঠে পলি


পড়শী পাড়ায় ভেসে আসে রাতের মিথ
বহুদুরে অতীতেরও ব্যবধানে পুড়তে থাকে মাটির গান
উনুন নিভানো ঘ্রান জড়িয়ে আছে  অলস হাওয়ায়


ঘোর বিছানো ট্রেইলে মৃত্যুর ছায়া
পেরিয়ে যায় ট্যাবুর খেয়া
ভাটিয়ালীর সুরে চোখ রাখে কে
সন্ধ্যের জানালায়