দেডযুগের হাটখুড়ো অপবাদ ঘুচেছে সেও প্রায় চৌদ্দ সাল
সেই যে পাতার আড়ালে বসে থাকা শ্যামা
তার ছায়া লেপ্টে আছে বাবার ঠোটে


গল্পের কিশোর তবু কথা বলেনি ...


সহসা একদিন সে কথা বলে সম্পর্কের নামে - দাদা
খুশির জলসায় থৈথৈ মা আরো সবাই
বোবাত্ব ঘুচেছে


ঠিক সাতদিন পরে চিতায় পুড়লো দাদু


গল্পখোকা নিশ্চুপ ...


হঠাত খোকা ডাকে পিসি
সাতদিন পরে মুখাগ্নী হলো তার
এভাবেই গত হলো মাসি জেঠো


এরপর কেউ শুনতে চাইতো না
অলক্ষুনে কথা


তবুও একদিন ডেকে ওঠে সে "বাবা"
আতঙ্কিত সবাই... ব্যাস্ত বাবার সেবাই
কোন ইচ্ছে অপূর্ন যেন না থাকে
আরতো কটাদিন...


ঠিক সপ্তম দিনে মারা গেলেন ছোট "কাকা"...


বিদ্র:-


এ লেখাটি একটি শোনা গল্পের ভাবনা থেকে