হঠাৎ হাওয়ায় ফিনফিনে বৃষ্টি
উড়ে  আসা কালোমেঘে


কাঠপাখিটার ঘর ভিজছে...


গত বসন্তে যে ডানা সমুদ্রের গান শুনেছিল
ঢেওয়ের স্বপ্ন ছুঁয়ে বালুকণা রঙীন হওয়ার
গল্প ছিল
নুন জলের উদোম  হাওয়ায়


গাঙশালিকের গল্পছিল কাঠপাখিটার বুকপাজরে,
একটি পালকে কিছু গল্প রেখেছিল সে...


তারপর ব..হু..দি..ন
এক কিংবা অসংখ্য বর্ষ এইভাবে
ঠিক এভাবেই ঘরহীন ঘরের অন্ধকারে....


সমুদ্রের হাতছানি মায়া খুব টানলো কাছে


সমুদ্র কি জল লিখেছে মেঘে...


গল্পের কিছু অক্ষর গলছে কর্নিয়ার গভীরে