একদিন
খুব কাছাকাছি মৌন দূরত্বে জেগে থাকে শীতল রাত
তাকে শীত পাহাড়ে
মৃত্যু দেখাতে নিয়ে যাব


জানি ও মেরুতে পায়ের ছাপ পড়লেই
বুক থেকে নেমে যায় জগদ্দল পাথর
পাল্টে যায় ভূমিরূপ


তারপর
ভাঙতে
    ভাঙতে ভেনাস


    ভাসতেই থাকে অর্ফিয়াসের ঠোঁটে


এ্যান্টাটিকার
চন্দ্রাপুত্যকায় প্রাণ...


এরপর অশ্বিনীদের রাজত্বে ফেরার গল্প
   অন্যত্র ...