আলোচনা সভায় কিছু লিখতে এখন ইচ্ছে করেনা।কেননা কদিন আগে একটি লেখা লিখে এ আসরের এক সিনিয়র কবি প্রশ্ন তুলেছেন- আমার নামটি মানুষের নাকি এ্যালিয়নের।
এটি খুব মানবিক!! প্রশ্ন ছিল বিধায় বিবিধ আলোচনার এ মন্তব্য সম্পর্কে আসরের কেউ কথা বলেনি।যা খুবই ভালো ও স্বাস্থকর বটে!?

যাহোক প্রসঙ্গে ফিরি....

কবিতা-
এখানে নবীন প্রবীন সকলকেই নিয়েই আসর।
কবি লেখেন এক ধ্যানে পাঠক পড়েন নানা জ্ঞানে।যার যেমন বোঝার সক্ষমতা,যে যেমন।

সদর্থক দৃষ্টিভঙ্গী-

গ্লাসটা অর্ধেক খালি না বলে বলুন না , গ্লাসটা অর্ধেক ভরা।
কবিতাকে কবিতা হিসাবেই দেখুন।

মন্তব্য-
আক্রমনাত্বক,ব্যাঙ্গত্বক, টিটকারী ,উস্কানি মন্তব্য থেকে দুরে থাকুন।প্রয়োজনে চুপ থাকুন।

প্রতিমন্তব্য কবির ও সংশ্লিষ্ঠ মন্তব্য কারীর কলাম- এখানে অন্য কারো মন্তব্য উত্তর কতটুকু ঠিক বা গ্রহন যোগ্য আমার বোধে আসেনা। আপনার কিছু বলার থাকলে আলাদা মন্তব্য অপশান তো আছেই।


আসরের সুষ্ঠ পরিবেশ কামনান্তে