কবি গুরুর সম্পর্কে বিরুপ কথা শুনলেই মাথা গরম হয়ে যায় অনেকের -আমারও হতো।কিন্তু যুক্তি দিয়ে কেউ কোন কথা বললে আর সেটি খণ্ডন করতে না পারলে কষ্ট হলেও তা মেনে না নিয়ে উপায় কি?

সোনার তরী কবিতাটি মাত্রা বিন্যাস লেখা?
যদি তাই হয় তাহলে ঐ কবিতার সব লাইন কি মাত্রা বিন্যাসে যায়?

আমার ছন্দ জ্ঞান নেই তাই এ জিজ্ঞাস্য।
যারা জানেন দয়া করে বলবেন কি?
জানার আগ্রহে রইলাম।