ভুল নিশ্বাসের জারণ দ্বৈত রসায়নে
সমীক্ষার আক্ষেপ আর দীর্ঘশ্বাসের কুয়াশা রাত।
শহরের হলুদাভ সোডিয়াম রাতের আফসোস।
শিশির সকালে রৌদ্রের আল্পনায়
ঘাসের ডগায় সাতরঙ আঁকে না।
হতে পারে কাওয়ালী সন্ধ্যার নির্মাল্য
আর রাতের একান্ত মন্ত্রপাঠে শিহরণ স্বর কাঁপন তোলে তরঙ্গায়িত মাত্রায়।


তখন শত-আয়ূ আমি জানি ঈশ্বর স্বাক্ষী...
শরীরী তানপুরা নিংড়ে নামে হিমবাহ
আর তার হেম ঐশ্বর্যে প্লাবিত হয় প্রতিটি রাত-নিঃশ্ব করে ।
প্রতিটি উৎকন্ঠার অবসান নিয়ে নরম রোদের ভোর নামে ।
পুড়তে চায় শরীরের আটকোন
নিউরন -কোষতত্ত্বের নিভৃত গল্প হোয়ে।


তুমি গল্প হোয়ে যাও
আর আমি গল্প প্রাণ।
গল্প হোক অঙ্গা-অঙ্গি চিরকাল।



---------
কপোতাক্ষের পাড় হতে