তে-তারেতে তিন সুর বাজে
আঙ্গুল বাজায় সেতারা,
মনের তারে বাজে আমার
অচীন সুরের একতারা।

একতারার এই একের মায়ায়
জনম ভাসায় সুরের খেয়ায়
জন্মি আমি শতেক বারও
একতারা সুর দেয়না ধরা,
মনের তারে বাজে আমার
অচীন সুরের একতারা।

অস্থি-নাস্তি আত্মা আমার
সে সুরে ধায় বিশ্বচরা
স্বত্বা বিলীন একতারাতে
একতারা সুর দেয়না ধরা
মনের মাঝে বাজে আমার
অচীন সুরের একতারা।


লেখাটি আসরের কবি প্রিয় ইথারকে উৎসর্গ করলাম।