তারপর না হয় গল্প হোক,
.......,চন্দ্রবিন্দুর সভায়,
অরিত্রী আর কালপুরুষের অনুভবের শব্দের আঁচলে।
মেঘলা মেঘলা রঙ সরে গিয়ে রোদ খেলুক! তবে,
ঠোঁটের উপত্যকায়.... যত্রতত্র ...
....আনন্দ উচ্ছ্বাসে।
গল্পের সে ভাষার অনুবাদ হোক একান্ত অনুভূতির অনুরননে,
গুহাচিত্রের ভাষায় আঙ্গিক অনুশাসনে,
গুপ্ত-কলার শৈল্পিক উপস্থাপনায়।

বিসর্গের অসুখ বাড়ে... বৈদ্যুতিক ঝলকে,
মোহনায় ঢল নামে .....
আড়মোড়া ভাঙ্গা চাঁদে জোছনার ঢল....

গল্পরা ঘুমপাড়ানির উপকথা হয়।