ছেঁড়া ছেঁড়া রোদ ডিঙিয়ে
নাজুক ছায়া খুঁজি,আআআর
নোনা ঘামের সাথে লেপ্টে থাকে গন্ধ
তবুউউ উড়ে আসে প্রজাপতি,
ঘুরানো চোখে দেখে নিই আহত সংবাদ কতোটা মেখেছে তার রঙে।

মেঘ ভেসে যায়,
ভেসে যায় শিরোনাম,
কক্ষপথে গ্রহের মিছিল পাড়ি দেয় অক্ষ,
পান্তা-লগ্নের স্বাদ থাকেনা....
ঘোর থাকে.....মোহ....
        ....টিলা,সমতল,খাঁআআদ
ফুটো হয় চাআআদের পাহাড়
জল ঘামে .... জল নামে...আআআররও
জলের তৃষ্ণায় পেরীর উপকূল।

দমকা হাওয়ায় কাঁপে রাত ওওও
জল-স্রোতে শীইইইত নামে।