রাত শব্দের সংজ্ঞা জানা নেই
জানা নেই কম্পনাঙ্ক,
ধনুকের ছিলা থেকে খসে পড়া তানপুরার শব্দের ডেসিবল।
গড়িয়ে যাওয়া রাত্রীর নীল শিশিরের ঝরে পড়ার মূর্ছনা।

এ ভাবেই রাতের শব্দগুলো উসখুস শব্দ-প্রাণ
উচ্ছ্বল বাতাস ভাঙ্গার অবিরাম ঝংকার,
পাতা ঝরা গল্পের শেষে সবুজ স্বপ্নাংকুর,
জীবন সূচিপত্রে অগ্রন্থিত শিরোনাম।

রাত্রীর ঝরা পালক দুরুদুরু বনে
চাঁদ জাগে জোয়ারের টানে
জল-চুম্বনের শব্দরা শিরোনামহীনে
অলীক তৃণ-প্রান্তরে -রাত্রির কোরাস হয়
দ্বৈত স্বরের জয়ের স্লোগানে।

রাত গভীর হয়
শব্দেরা গম্ভীর ...... ছেঁড়া ছেঁড়া......

নিঃশব্দ হয় রাত....
সকাল রোদে বড্ড জ্বলুনী বাড়ে চোখের....