বৃত্তের মাঝে ক্রস চিহ্ন
নতুন আবিষ্কৃত গ্রহের আবর্তনে পথচলা।
ধুলোউড়া পথ-ভুল হয়না চলা?
শুধু ছাপ রেখে যায়- মৃত প্রজাপতির শব
ডায়রির ভাঁজে শুকনো কঙ্কাল,
বৃত্ত জটিল হয়-

এক একটি নীল ঘাসফুল জন্মে
কপালের পাশে বুনোটিপ নেবে?সিঁথিতে?

কিংবা কখনও টিঁপ দাওনি কপালে,
নাকের নোলক হয়না এ ফুলে,
বৃত্তের মাঝে সরল রেখায় -খণ্ডিত বৃত্ত
তার ভুমিতলে লম্ব আঁকা যায়না,
অথবা লম্ব ত্রিশুল হয়-
ভেদ করে কুয়াশা রাত
শিশিরের প্রাণ।

আকাশ গঙ্গায় তারাদের ঘর
তাদের আকাশের কি নীল রং?
কিংবা সব গ্রহের?কি জানি!
বুকের কষ্টরা বাষ্প হয়ে আমার আকাশে নীলের ভাঁজে এঁকেছে নীল বৃত্ত।