না জানাটা অপরাধ না।
না জেনে জানার ভান করাটা অপরাধ।
আমি জানিনা বলেই শিখতে চাই....

এক--
কবিতায় ছন্দ কি ভাবে ব্যবহৃত হয়?

দুই--

অন্তমিল মানেই কি ছন্দ?

তিন--

ছন্দ ও মাত্রার সম্পর্ক ?

আসরে অনেকেই আছেন যারা রীতিসিদ্ধ ছন্দের উপর বেশ জ্ঞান রাখেন-
যারা বিষয়টি নিয়ে জ্ঞান রাখেন আমি তাদের কাছে বিসদভাবে জানতে চাই।

অন্যরাও কে কি ভাবছেন জানালে কৃতজ্ঞ থাকব।

আসরে সমৃদ্ধ কবি ও কবিতার প্রত্যাশায়।
সবাইকে শুভেচ্ছা।