রাত পাখির ঠোঁটে ঠুকরে খায় একফালি তরমুজ
ওটা মোটেও চাঁদের উপমা নয়...
নদী হতে পারে... লোহিত নদী...জল-ঘুমের।

তৃতীয়ার চাঁদে সর্বনাশ...
বিনাশী জোছনা আর তার প্লাবনে ডুবে মরার ভয়।
উপত্যকায় সদ্য যে লাল ফুল ফুটেছিল
উদাসী হাওয়ায় উড়ে গেছে রেনু
তার পরাগ ধরার ইচ্ছেয় সবুজ ঘাসের প্রান্তরে।

এবার লোহিত নদীর জলে হাবুডুবু খেলা
চৌকস জল সাঁতারে জল ফড়িং ডুব।

চল পানকৌড়ি হই...রাতপাখি...
শ্যাওলা জলে মুক্তো খুঁজি-
জানো তো-
ঝিঁনুকের রসালো আঠাঁ ঝরে মুক্তো জন্মে......


(কাব্য চায় নান্দনিকতায় সদার্থক মনোভাব-
আর সময়ের শব্দের শাব্দিক ব্যবহার)