জমাট রঙে সন্ধ্যা আঁকি
করপুটে জোনাকী নাচ- নতুন মুদ্রা।
বসন্তের প্রাক্কালে শীতশীত নকসী কাঁথা
তোকে মুড়ে রাখবো বলে- অবুঝ প্রেমে।

রাতের ঘনত্ব বাড়েনি তখনো
টলোমলো পাহাড় সাঁকো পার হোয়ে আসি
বদলে ফেলি ঝরাপাতার রঙ
বিশ্বাসের অস্তি- সন্ধিতে।।

বাতাসের কানাকানি- আর টানাপোড়েনে
পুড়ে যায় মানচিত্র-হাতের রেখা,
প্রজাপতির পাখা জবুথবু
পড়ে থাকে ফুলের কলি
হাবুডুবু পদ্ম-জলে,পা পিছলে জলজ অভিপ্সা।

কালো মেঘ আসে আকাশের বুক জুড়ে
নির্পলক গাছের চোখে নামে ঘুম ঘুম ছায়া
যোজন জুড়ে ঘুমঘুম গল্পকথার মাঠ।