শিশিরের জলে ভিজেছে পাতা,
ঝরা রঙে রাতে।
গাছের বাকলে বেড়েছে বয়সী বিকাল,
ভেজা কাকের পালকে।

সেদিনও উড়াল বাতাসে ঝরেছিল গান
সন্ধ্যের ঝিঁঝিঁ সুরে।
কেউ দেখেনি পাতার অভিমান
শুধু সন্ধ্যার রঙগুলো গলে গলে
রাতের পাঁজরে এঁকেছিল কালো রঙ।

ঘাসের বনে ঝরে পড়া পাতা
হলদে কষ্টের আক্ষেপে পোড়া রং হয়
রঙগুলো গাঢ় হোলে খুব -রাত গভীরে,
শিশির ভেজা হয়.... নিথর প্রাণে।