নিবিড় বন্ধনেই ছিল চন্দ্রের বিন্দু
সহসা বিষফোঁড়া হলো
চুরমার হয়ে গেল চন্দ্রবিন্দুর তল।

ইচ্ছে করেই উদোম হলো কবিতার উপমা,
সে রাতে অন্তরার আগমনি সুর; শহর পেরোলো..
তৃষিত জোছনায় আঁচল ভেজালো...দ্বিধাহীন।

সুর ভাসে...
তোমার পায়ের নূপূর
বাজছে ঝুমুর
রাত্রি দুপুর
ঝুমুর ঝুমুর

শহরের এ প্রান্তে অসুখের বিসর্গ হয়
আমার বসত ভিটেয় মড়ক লাগে...
... সুখের
ভা  ল  বা  সা বর্ণমালার ছন্নছাড়া উপসর্গ হয়... বিসর্গের ব্যঞ্ছনায়।

ঐ বর্ণমালায় কোন শব্দ হয়না-সন্ধির যোজনও
নিপাতনে সিদ্ধ হয়...বলো?